আনহাজ হোসাইন হিমেল
বিশেষ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, “আমি যেমন আপনাদের ওপর আস্থা রাখি, আপনারাও আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ আরও উজ্জ্বল হবে।”
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি বলেন, বিএনপি ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আস্থা অর্জনের আহ্বান জানান।
তিনি জানান, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে ৭ হাজারেরও বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের ভাষায়, “শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি নিয়ে বিএনপির ৩১ দফা নীতিমালা তৈরি হয়েছে। নারী, তরুণ ও পেশাজীবীদের আরও বেশি সম্পৃক্ত করে একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই দলের লক্ষ্য।
অতীতের সংগ্রামের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন। তাদের সেই আদর্শকে সামনে রেখেই বিএনপি নতুন যুগে এগিয়ে চলেছে।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, “তরুণরা ফাঁকা বুলি চায় না, তারা চায় বাস্তব সুযোগ। জনগণ স্থিতিশীলতা চায়, বিশৃঙ্খলা নয়। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, বাংলাদেশকে একটি সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবো।”