
মো: হৃদয় চৌধুরী
জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলীকদম শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় আলীকদমের অন্বেষা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবহন সেক্টরের সভাপতি মো: ইলিয়াস এবং সঞ্চালনায় ছিলেন আলীকদম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মো: সোহাইল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মাশুক এলাহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিবহন সেক্টরের সভাপতি মো: জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: হৃদয় চৌধুরী। তিনি বলেন, “ভোট একটি আমানত। মুসলিম হিসেবে আমাদেরকে ভালো ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এই আমানত রক্ষা করতে হবে।”
আলোচনা সভায় পরিবহন সেক্টরের সার্বিক চ্যালেঞ্জ, নিরাপদ সড়ক এবং নির্বাচনের সময় শ্রমিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।