আশুলিয়ায় উচ্ছেদ অভিযানকালে সরকারি কাজে বাধা প্রদান ও হামলায় জড়িত ৩ জন গ্রেফতার
নাহিদ হাসান হৃদয়, আশুলিয়া
২৩ মার্চ ২০২৫, রবিবার দুপুর ২:৪৫ মিনিটের সময় সাভার সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল আলমের নেতৃত্বে আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে এজাহারনামীয় ২৯ জন আসামি এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন দুষ্কৃতকারী লাঠি, রড, জিআই পাইপ, কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা সরকারি কাজে বাধা প্রদানসহ ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে।
উল্লেখিত আসামিরা বেআইনি জনতাবদ্ধে বল প্রয়োগ করে সরকারি কর্তব্যে বাধা প্রদান করে, উচ্ছেদ অভিযানের কর্মকর্তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে গুরুতর ও সাধারণ জখম করে এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৬৬, তারিখ-২৪/০৩/২০২৫, ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ পেনাল কোড)।
হামলায় জড়িত তিনজন আসামি— ১। জসিম, ২। নয়ন, ৩। ইমরানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।