
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):
আশুগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় থানাধীন সোনারামপুর এলাকা থেকে উজানভাটি হোটেলের সামনে একটি পিকআপ গাড়ি আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ১৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে একই দিন সকালে আশুগঞ্জ থানাধীন সোনারামপুর এলাকার রাজমনি হোটেলের সামনে আরেকটি পিকআপ গাড়ি আটক করা হয়। এ সময় পিকআপটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও ৪ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। এ অভিযানে আরও ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
১. আল আমিন বক্স (৩৫)
পিতা: মৃত রহিম বক্স
গ্রাম: তিতারকোনা
থানা: বাহুবল
জেলা: হবিগঞ্জ
২. মোঃ খলিলুর রহমান প্রকাশ সোহাগ (৩৫)
পিতা: নুরু মিয়া
গ্রাম: ভবানীপুর
থানা: বাহুবল
জেলা: হবিগঞ্জ
৩. মোঃ শরিফ (৩২)
পিতা: মোঃ ইদ্রিস আলী
গ্রাম: ঝোকনা পশ্চিম পাড়া, মৌলভীবাজার
থানা: ধনবাড়ী
জেলা: টাঙ্গাইল
বর্তমান ঠিকানা: দক্ষিণগাঁও, ০২ নং রোড, এরশা মিয়ার বাড়ির ভাড়াটিয়া
থানা: সবুজবাগ
জেলা: ঢাকা
৪. আলামিন (২৫)
পিতা: মজিবর মোল্লা
গ্রাম: দক্ষিণবাগদা, ০৩ নং ওয়ার্ড
থানা: আগৈলঝাড়া
জেলা: বরিশাল
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।