
মস্তু মিয়া | বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারে থাকা দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১. আল আমিন আলিফ (৩০)
পিতা: আব্দুল সাত্তার
মাতা: মৃত আক্তারী খানম
থানা: মিরপুর, ঢাকা
২. মোঃ শাহীন হোসেন (২৮)
পিতা: হালান বেপারী
মাতা: সাফিয়া বেগম
গ্রাম: পূর্ব বাকাই
থানা: গৌরনদী
জেলা: বরিশাল
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।