![]()
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুইটি অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
এরপর সকাল ১১টা ৩০ মিনিটের দিকে একই এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে পুলিশ একটি পিকআপভ্যান তল্লাশী করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় পিকআপসহ আরও একজন মাদক কারবারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও যানবাহন উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকামূলক প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়ঃ
১️⃣ মোঃ বাচ্চু মিয়া (৪০)
পিতা – মোঃ তাহের মিয়া
মাতা – সজিদা বেগম
সাং – কড়রা, থানা – মাধবপুর, জেলা – হবিগঞ্জ।
২️⃣ মোঃ জাবেদ মিয়া (২৪)
পিতা – মোঃ তাহের মিয়া
মাতা – সজিদা বেগম
সাং – কড়রা, থানা – মাধবপুর, জেলা – হবিগঞ্জ।
ঘটনার বিষয়ে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।