
নিজস, প্রতিবেদক ।
বান্দরবানের আলীকদম উপজেলায় নির্মাণাধীন পোয়ামূহুরী সীমান্ত সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা—সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
পরিদর্শনকালে তাঁরা মেনদনপাড়া সেনা ক্যাম্পে হেলিকপ্টারযোগে অবতরণ করে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক বাস্তবায়নাধীন সীমান্ত সড়কের বিভিন্ন অংশ সরেজমিনে দেখেন। মোরনীপাড়া টিওপি সংলগ্ন এলাকায় প্রকল্পের বিস্তারিত চিত্র তুলে ধরে সড়কের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের অগ্রগতি উপস্থাপন করা হয়।
উপদেষ্টারা সড়কের গুণগত মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর গুরুত্বের উপর জোর দেন। তারা দ্রুততম সময়ে কাজ শেষ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিভিন্ন সামরিক কর্মকর্তা এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিকাল ২টা ৪০ মিনিটে উপদেষ্টা হেলিকপ্টারযোগে রাঙামাটি সার্কিট হাউসের উদ্দেশ্যে আলীকদম ত্যাগ করেন।