মিনহাজ উদ্দীন, আলীকদম উপজেলা প্রতিনিধি, আমার সকাল ২৪
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে কার্পজাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কান্তি দাশ।
জেলা মৎস্য অফিসার অভিজিৎ শীলের নির্দেশনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৮২ জন মৎস্য চাষীর মাঝে ২২০ কেজি কার্প মাছের পোনা বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এ উদ্যোগে সাধারণ চাষীরা আরও উৎসাহিত হবেন এবং স্থানীয়ভাবে মাছের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।