মিনহাজ উদ্দীন, আলীকদম প্রতিনিধি:
আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় “নিরাপদ মৎস্য চাষ ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য নয়) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে “গুড অ্যাকুয়াকালচার অ্যান্ড ফুড সেফটি” বিষয়ে মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা জনাব অভিজিৎ শীল। তিনি গুণগতমানসম্পন্ন ও নিরাপদ মাছ উৎপাদনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বান্দরবান সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস এবং লামা উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ।
উক্ত প্রশিক্ষণে গুণগত মৎস্য সম্পদ উন্নয়ন, আধুনিক মাছ চাষের কৌশল ও নিরাপদ খাদ্য উৎপাদনে প্রযুক্তির ব্যবহার বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।