
মিনহাজ উদ্দীন
আলীকদম উপজেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফুটেরঝিরি হতে মান্নান মেম্বার পাড়া পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিডির আওতায় প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির কাজে নিম্নমানের মালামাল ব্যবহারসহ বিভিন্ন ধরনের অনিয়ম স্থানীয়দের নজরে আসে।
অভিযোগ রয়েছে—ঠিকাদার আব্দুল হামিদ এবং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশ থোয়াই মার্মা এলজিইডি অফিসের সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে যোগসাজশ করে নিয়মবহির্ভূতভাবে কাজ পরিচালনা করছেন।
সংবাদকর্মীরা অনিয়মের ভিডিওচিত্র ধারণ করতে গেলে ঠিকাদারের ভাই পরিচয়ে এক ব্যক্তি তাদের কাজে বাধা দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান,
নতুন রাস্তা নির্মাণ হওয়ায় তারা খুশি হলেও কাজের মান নিয়ে উদ্বেগ রয়েছে। তারা দাবি করেন—রাস্তাটি যাতে টেকসই ও মানসম্মত হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন।
এলাকাবাসীর আশা—সঠিক তদারকি নিশ্চিত হলে বহুদিনের ভোগান্তি দূর হয়ে এই সড়কটি স্থানীয় মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।