
নুরুল ইসলাম রাজু, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলায় পর্যটন শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে। পাহাড়, ঝর্ণা, গুহা ও সীমান্তবর্তী দুর্গম এলাকা দর্শনার্থীদের কাছে নতুন আকর্ষণ। কিন্তু এই পর্যটনকে নিরাপদ ও স্মরণীয় করে রাখতে নীরবভাবে কাজ করছেন ট্যুর গাইডরা।
এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে পাথরধস, আকস্মিক বন্যা, পাহাড়ি স্রোত, অচেনা ট্রেইল ও বন্যপ্রাণীর সঙ্গে মোকাবিলা ট্যুর গাইডদের নিত্যসঙ্গী। মো. রুবেল জানান, গাইডদের কাজ শুধু পথ দেখানো নয়, প্রাথমিক চিকিৎসা, উদ্ধার তৎপরতা, স্থানীয় সংস্কৃতি বোঝানো এবং দলের মনোবল বজায় রাখাও তাদের দায়িত্ব।
সুইতিপ্রু মার্মা, ট্যুর গাইডের সাধারণ সম্পাদক, বলেন, “মাসিক বেতন নেই, মৌসুমভিত্তিক কাজের কারণে আয় অনিশ্চিত, আর পারিবারিক উদ্বেগও থাকে।” দীর্ঘ সময় পাহাড়ি পথে থাকা, রাতের যাত্রা এবং নেটওয়ার্ক বিচ্ছিন্নতাও মানসিক চাপ সৃষ্টি করে।
মো. শেখ সেলিম বলেন, “পর্যটকের সন্তুষ্টি এবং দেশের সৌন্দর্য বিশ্বে দেখানোর আবেগই আমাদের শক্তি।” তিনি আরও বলেন, প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম, বীমা এবং সামাজিক স্বীকৃতি বৃদ্ধির মাধ্যমে গাইডদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।