
আনহাজ হোসাইন হিমেল
বার্তা সম্পাদক
জাতীয় অনলাইন নিবন্ধিত সংবাদমাধ্যম আমার সকাল ২৪ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহ্ ফুজায়েল আহমদ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা গ্রহণ করছেন।
পত্রিকা সূত্রে জানা গেছে, নির্বাহী সম্পাদক শাহ্ ফুজায়েল আহমদ দীর্ঘদিন ধরে গণমাধ্যম অঙ্গনে দায়িত্বশীল, নীতিবান ও আপসহীন সাংবাদিক হিসেবে কাজ করে আসছেন। পত্রিকার সুনাম রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশে তিনি বরাবরই নিষ্ঠা ও সততার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
এ অবস্থায় আমার সকাল ২৪ পরিবার দেশবাসী, পত্রিকার সকল প্রতিনিধি, সহকর্মী সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের প্রতি তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার অনুরোধ জানিয়েছে। মহান আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতার মাধ্যমে অবদান রাখার তৌফিক দান করেন—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষ নির্বাহী সম্পাদক শাহ্ ফুজায়েল আহমদের সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।