মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার সন্তানদের শিক্ষা সহায়তা প্রদান করেন ছাত্রদল নেতারা।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানবিক ফাউন্ডেশন দশমিনা উপজেলা শাখার উদ্যোগে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকায় নিহত হয় বাবলু মৃধা ও শহীদ জাকির হোসেনের ছেলে মেয়ে কে শিক্ষা সহায়তা প্রদান করেন।
এই দুই পরিবার কে সহযোগিতা করার সময়ে উপস্থিত ছিলেন, যুবদল নেতা ফারুক আলম,আবু তালহা তুহিন, ছিদ্দিক, দশমিনা উপজেলা ছাত্রদল নেতা আবুল বসার, রহিম, হাসান, সজল,নোবেল, রিদয়, রাকিব প্রমুখ।
দশমিনা উপজেলা ছাত্রদল নেতা আবুল বসার বলেন, দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি মামলা হামলার শিকার হয়েছি তার পড়ে ও পিছ পা হই নাই রাজপথ থেকে, গত ৫ই আগষ্ট বিজয় লাভ করেছি। দেশের দ্বিতীয় মুক্তিযু্দ্ধে যারা শহীদ হয়েছে, আহত অবস্থায় আছে, তাদের পরিবারদের পাশে থাকার জন্য সকলকে আহবান জানাই, যে কোনো প্রয়োজনে এইপরিবারের পাশে থাকবে দশমিনা উপজেলা ছাত্রদল। দেশের ছাত্রসমাজের আন্দোলন মানেই স্বৈরাচারের বিদায় ১৯৯১ তে ২০২৪ সালে ও বিদায় করেছে ছাত্র জনতা।