সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি, বগুড়া
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম বগুড়া সদর থানার জলেশ্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি:
মোঃ আব্দুস সালাম (৬০),
কার্যনির্বাহী সদস্য, আদমদীঘী উপজেলা আওয়ামী লীগ।
পিতা: মৃত খয়ের উদ্দিন,
ঠিকানা: ভেনলা গ্রাম, আদমদীঘী উপজেলা, বগুড়া।
ডিবি সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।