মো: রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
আদমদীঘি উপজেলায় মাদক কেনাবেচা ও সেবন ব্যাপক হারে বেড়ে গেছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় একশ্রেণির মাদক ব্যবসায়ী ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, টেপেন্ডা ইনজেকশনসহ নানা ধরনের নেশাজাত দ্রব্য পাচার ও মজুত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেন, বাস ও মোটরসাইকেলযোগে এসব মাদক আদমদীঘি উপজেলাসহ আশপাশের এলাকায় সরবরাহ করা হচ্ছে। সান্তাহার ইউনিয়ন, ছাতনী ঢেকড়া, আদমদীঘি বাজার, শালগ্রাম বাজার, তালশন, তেতুলিয়া, শিবপুর, কুসুম্বী, চাঁপাপুর বাজার, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, বড় আখিরা মন্ডলপাড়া, ঢাকার রোড, সিংড়াপাড়া, দিঘীর পাড় ও সালগ্রাম এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী স্বীকার করেছেন, অভিযানের ঘাটতি থাকায় তারা অধিক লাভের আশায় ব্যবসা সম্প্রসারণ করেছেন। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ স্কুল-কলেজগামী কিশোর ও যুবকরা সহজেই মাদকের কবলে পড়ছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,
“আদমদীঘি উপজেলায় মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে।”