‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ ও সফল মৎস্য চাষীদের সম্মননা প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বাসস্ট্যান্ড ও থানা রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. বেনজির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার ও জনস্বাস্থ্য
প্রকৌশলী সুলতান মাহমুদ প্রমূখ।
আগামী ২১ আগস্ট বিকাল ৫টায় আদমদীঘি ঈশ্বর পুণ্য জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের মাঝে প্রীতি ফুটবল প্রতিযোগীতা হবে। ২৪ আগস্ট সাতদিন ব্যাপী মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে শেষ হবে।