
সাংবাদিক মোঃ আব্দুস ছালাম
নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে মান্দা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মান্দার দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া গ্রামের লিটন (২৩) ও দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের তন্ময় (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া লাল-কালো ‘বাজাজ ডিসকভার ১২৫ সিসি’ মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাইয়ে নিয়ে আসার সময় তাদের আটক করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম জানিয়েছেন, অভিযুক্তদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মোটরসাইকেল প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।