
মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল পাঁচ নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। সমাজ উন্নয়ন, নির্যাতন জয়, অর্থনৈতিক সাফল্য, শিক্ষা-চাকরি এবং সফল জননী—এই পাঁচ ক্যাটাগরিতে জয়িতাদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
এর আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। একই দিনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।