
মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় অবস্থিত কচুয়া বিলে কৃষি ও মৎস্য উৎপাদন বাড়াতে একটি ডিপের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (তারিখ) দুপুর সাড়ে ১২টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের উপস্থিতিতে ডিপটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডিপটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাটকালুপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“আমি এই এলাকারই সন্তান। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, এই ডিপ চালু হওয়ার ফলে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। বর্ষা মৌসুমে পানি সংরক্ষণ, মাছ চাষ এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি ব্যবহারের ক্ষেত্রে ডিপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষক ও মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক, মৎস্যজীবী, যুবসমাজসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এ এলাকায় একটি ডিপের প্রয়োজন ছিল। ডিপটি চালু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে ডিপটির সুষ্ঠু ব্যবহার, এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ।