বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার ৩২টি পূজামণ্ডপে উৎযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ও প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা।
প্রতিবছর ন্যায় বান্দরবান জেলা সদর উপজেলাস্থ রাজার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবারের শারদীয় দুর্গাপূজা। গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হয় এ শারদীয় দুর্গোৎসব।
আজ ০২-রা অক্টোবর (বৃহস্পতিবার) ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান শেষে শোভাযাত্রার সহকারে প্রতিমা বান্দরবানের ঐতিহ্যবাহী সাঙ্গু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বারের শারদীয় দুর্গোৎসব।
শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব উৎযাপন পরিষদ বান্দরবান এর সভাপতি রাজেশ্বর দাশ (বিপ্লব) জানান, আমরা বান্দরবানবাসী খুবই উৎসবমুখর ও শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে এ বারের শারদীয় দুর্গোৎসব উৎযাপন করতে পেরেছি। তাই আমি বান্দরবান জেলা প্রশাসক, বান্দরবান জেলা পুলিশ সুপার, বান্দরবান জেলা পরিষদ, বান্দরবান রিজিয়ন ও জোন কমান্ডার, এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে যারা রাত দিন শান্তি শৃঙ্খলার রক্ষায় নিয়োজিত ছিলেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, এ সফলতা আমার আপনার পুরো বান্দরবানবাসীর। তিনি এমন সহযোগিতা সামনেও অব্যহত রাখার অনুরোধ জানান। এবং তিনি সকলের মঙ্গল কামনা করেন।