
নিউজ ডেস্ক ,আমার সকাল২৪
দেশের বাজারে আগের সব ইতিহাস ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।
এর ফলে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।