(শেখ তাইজুল ইসলাম, মংলা প্রতিনিধি)
বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে আগামীকাল রবিবার (২৪ আগস্ট) সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
ঘোষণায় জানানো হয়, সকাল ৮টা থেকে জেলার সব সড়ক ও নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে মাছ বাজার, কাঁচা বাজার, ফার্মেসি, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীরা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান, মোংলা বন্দর, ইপিজেড, শিল্প কারখানা, ফেরি, পৌরসভা, উপজেলা, ব্যাংক-বীমা, পরিবহন, দোকানপাটসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান হরতাল-অবরোধের অন্তর্ভুক্ত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার ভিত্তিতে অবস্থান কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বাগেরহাট সদর নেতাকর্মীরা কোর্টের সামনে, কচুয়ার নেতাকর্মীরা সাইনবোর্ড বাজারে, ফকিরহাট ও রামপালের নেতাকর্মীরা কাটাখালীতে, মোল্লাহাটের নেতাকর্মীরা মোল্লাহাট ব্রিজ এলাকায়, মোংলার নেতাকর্মীরা বন্দর ও দিগরাজ বাজারে, শরণখোলার নেতাকর্মীরা স্থানীয় বাসস্ট্যান্ডে, চিতলমারীর নেতাকর্মীরা পাটগাতী সড়কে, আর মোড়েলগঞ্জের নেতাকর্মীরা নব্বইরশি ও ছোলোমবাড়ীয়া এলাকায় অবস্থান নেবে।
এর আগে ২১ আগস্ট সকালে মোংলা-খুলনা মহাসড়কের কাটাখালী থেকে নওয়াপাড়া পর্যন্ত ট্রাক দাঁড় করিয়ে অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। কিন্তু গত ৩০ জুলাই নির্বাচন কমিশন এক ঘোষণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এরপর থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটি একের পর এক কর্মসূচি দিয়ে আসছে।