
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি
আখাউড়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের স্বামী খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ ধরা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে খাদিজা আক্তার সুমি (৩৫) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আশেপাশের লোকজন খাদিজাকে ঘরের ভেতরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদ উল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বামী কর্তৃক হত্যা। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।