
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
আখাউড়া পৌরসভার রেলওয়ে জংশনের পশ্চিম পাশে রুপনগর গ্রামের তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ খান (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় জনগণ থেকে খবর পেয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় আখাউড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত তৌহিদ খান দেবগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা ও মৃত ফরিদ আহাম্মদ খানের পুত্র। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ছমিউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।