![]()
মো. আরফান আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন আইপজিটিভ-এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় পীরগঞ্জ মডেল মসজিদ প্রাঙ্গণে সংগঠনের কল্যাণ ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ নভেম্বর পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে আহবায়ক কমিটির মাধ্যমে আইপজিটিভ সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ১৪ জন দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি মেজবাউর রহমান মুন্না, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রকি ইসলাম ও তথ্য সম্পাদক হৃদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।