সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া এলাকায় উইনার চাইল্ড একাডেমী স্কুলের দ্বিতীয় শ্রেণির ১১জন শিক্ষার্থী অজ্ঞাত কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন, সিনহা, জিহাদ, মাহিম, রাহিম, আবু হুজাইফা, রিফাত, রুমা ও শর্মিলা । তাদের সবার বয়স ৭ থেকে ৮ বছরের মধ্যে। এছাড়াও আরও ৩জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চলাকালে ক্লাসের মধ্যেই দু'জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পর মুহূর্তেই তাকে দেখে আরো বেশ কয়েক জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর অন্য শিক্ষার্থীরাও একের পর এক অসুস্থ হতে শুরু করে। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উইনার চাইল্ড একাডেমী স্কুলের পরিচালক আবু মুছা আল হোসাইন বলেন, স্কুলের পাশের দোকান থেকে চটপটি মুড়ি মাখা খেয়েছিল। পরে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সকল শিক্ষকের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে ৮জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, চটপটি কিংবা মুড়ি মাখা খেয়ে শিশুরা অসুস্থ হয় নাই। ধারণা করা হচ্ছে, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং করছে চিকিৎসকরা। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো। আরও পরিক্ষা-নিরিক্ষার পর সঠিক কারণগুলো জানা যাবে বলেও জানান তিনি।