মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না যুবক রবিউলের (১৪)।
যুবক রবিউল দশমিনা উপজেলার সদর ইউনিয়ের ০৯ ওয়ার্ড মধ্য কাটাখালী গ্রামের আকন বাড়ির বাসিন্ধা ।
গত ১১ দিন প্রর্যন্ত পা ভাঙ্গা নিয়ে বিছনায় পড়ে কাতরাচ্ছেন ও অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারতেছেনা।
রবিউল ঐ গ্রামের মৃত্যু আবদুর রব আকনের ছেলে।
রবিউল বলেন, আমার বাবা মারা গেছেন গত ০৫ বছর আগে।
তারপর থেকেই আমি পরিবারের একমাত্র উপার্জনকারী, সেই থেকেই আমি দিনমজুরের কাজ করে পরিবারের হাল ধরি।
আমার পরিবারে আমার মা ও ছোট ভাই রয়েছে।
বছর দুই আগে আমার পায়ে টিউমার ধরা পরে তবে অর্থের অভাবে চিকিৎসা করতে পারি নাই।
চিকিৎসা করতে না পারায় রক্ত শূন্যতায় পায়ের হাড্ডি ক্ষয় হয়ে যায়।
অবসর সময় একদিন মাঠে ফুটবল খেলতে গিয়ে আমার পা ভেঙ্গে যায়, সেইদিন প্রাথমিক চিকিৎসা নিয়ে ১১ দিন পর্যন্ত বিছানায় পরে হয়েছি
অর্থের অভাবে কোথায়ও উন্নত চিকিৎসা নিতে যেতে পারছিনা।
আকুতি নিয়ে রবিউলের মা বলেন,আমার স্বামী মারা গেছে ০৫ বছর আগে। এর উপার্জনের অর্থ দিয়েই আমাদের পুরো সংসার চলত।
এখন চলতে খুবই কষ্ট হচ্ছে। আমার ছেলের চিকিৎসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি।
এমতবস্থায় ছেলের চিকিৎসার জন্য সকলের সাহায্য ও সহায়তা চেয়েছেন।
বাড়ির লোকজন ও স্থানীয়রা বলেন, ভুক্তভোগী রবিউলের পরিবার পুর্বে থেকেই গরিব ছিল।
বর্তমানে রবিউলের বসতবিটা কিছু নাই অন্যের বসতবিটায় বসবাস করে ।
আমরা স্থানীয়রা গ্রামের লোকজনর কাছ কিছু অর্থ উঠিয়ে এতদিন প্রাথমিক চিকিৎসা চালিয়েছি।
এমতবস্থায় এই পরিবারের জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান স্থানীয়রা।