
অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে দেখা যায় গায়ে হলুদের সাজে—উজ্জ্বল হলুদ শাড়ি, নাচ-গানের উৎসবমুখর পরিবেশ এবং গ্রামীণ আবহে উদযাপন চলছে।
ভিডিওর একটি মুহূর্তে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকেও। এতে নেটিজেনরা ধারণা করছেন, এটি নতুন সিনেমা ‘দম’-এর শুটিংয়ের অংশ।
জানা যায়, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, সেই ভিড়ের কোনো ব্যক্তি দৃশ্যটি মোবাইলে ধারণ করে পরে অনলাইনে ছড়িয়ে দেয়। বর্তমানে ভিডিওটি নানা সোশ্যাল প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ছে।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন আফরান নিশো ও পূজা চেরি। এতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।
অ্যাকশন ও রোমাঞ্চভিত্তিক সিনেমাটি সম্প্রতি কাজাখস্তানেও শুটিং করেছে। সেই সময় থেকেই সিনেমাটি দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে।