
কুড়িগ্রাম, ফুলবাড়ী থেকে রিপোর্ট করেছে মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজন ট্রলি চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় সোনাইকাজী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে বালুব্যবসায়ী চক্রের অন্যরা পালিয়ে যায়, কিন্তু বালুভর্তি ট্রলিসহ তিনজন চালক আটক হন।
আটককৃতরা হলেন:
আমিনুল ইসলাম (৩৮), সমন্বয়পাড়া
বাদশা মিয়া (৩৫), চন্দ্রখানা
রফিকুল ইসলাম (৩৬), কবিরমামুদ
তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ও ১৫(১) ধারায় দণ্ড দেওয়া হয় এবং ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার মো. আনোয়ার হোসাইন বলেন, “নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”