মোঃ ইনতাজ হোসেন (বান্দরবান)
২১ অক্টোবর ২০২৫ ইং
বান্দরবানের লামায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, হ্যাডমেন, কারবারি ও চৌকিদারদের নিয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈন উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, সরই ইউনিয়নের প্রশাসক ও লামা উপজেলা কৃষি কর্মকর্তা আসরাফুর জামান সোহেল, ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, আজিজ নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরমসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, হ্যাডমেন, কারবারি, চৌকিদার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার কারণে এলাকার ফসলি জমি প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে, অনেক স্থানের গ্রামীণ রাস্তা ও চলাচলের পথ নষ্ট হয়ে পড়েছে। অতিরিক্ত বালুবাহী যানবাহনের কারণে সড়কে ধুলাবালু লেগে থাকে, ফলে স্থানীয়দের মধ্যে নানা রোগব্যাধি দেখা দিচ্ছে।
স্থানীয় প্রতিনিধিরা আরও অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের বিরোধিতা করলে বালু ব্যবসায়ীরা সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি প্রদান করে। তারা সংঘবদ্ধ থাকায় সবাই তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাই এই বালু সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি জোর দাবি জানান।
আয়োজক : লামা উপজেলা প্রশাসন