
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুর্বনা রায়কে গলা কেটে নৃশংস হত্যা
বিশেষ প্রতিনিধিঃ মো: মনিরুজ্জামান
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুর্বনা রায়কে (৬৫) নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতেও দম্পতি ঘুমাতে যান। ভোরে বহু ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী দীপক মই লাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। এসময় রান্নাঘরে সুর্বনা রায় এবং ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়কে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি হতবাক হয়ে যান। পরে তিনি দ্রুত বিষয়টি প্রতিবেশী ও স্থানীয়দের জানান।
মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন। দম্পতির দুই ছেলে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখনো হত্যার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে জোর তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনাব্বের হোসেন, তারাগঞ্জ থানা পুলিশ, রংপুর ডিবি, সিআইডি এবং র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফাইয়ুম তালুকদার জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”