ঢাকা, ২০ মে:
অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত এ আদেশ দেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন নোবেলকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
এর আগে, রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী এক তরুণী অভিযোগ করেন, অপহরণের পর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে টানা সাত মাস ধরে ধর্ষণ করেন নোবেল। এ ঘটনায় তিনি ডেমরা থানায় মামলা করেন।