
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
শুধু গণমাধ্যম নয়, দেশের গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের ওপরও আঘাত এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপশক্তিকে রুখে দিতে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও সংবাদপত্র মালিকরা গণমাধ্যমের নিরাপত্তাহীনতা এবং স্বাধীন সাংবাদিকতার ওপর ক্রমবর্ধমান হুমকির কথা তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, “গণমাধ্যমে হামলা মানে শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। যারা গণতন্ত্র চায় না, তারাই আজ অপশক্তি হিসেবে সামনে এসেছে।”
তিনি আরও বলেন, গণতন্ত্রকামী মানুষকে বিভক্ত রেখে এসব অপশক্তি সুবিধা নিতে চায়। তাই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
এরপর প্রেস ইনস্টিটিউটে আয়োজিত এক প্রকাশনা উৎসবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যম কার্যালয়ে হামলা স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং জুলাই অভ্যুত্থানের চেতনার ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, হাদির মতো যারা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি করেছিলেন, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “যারা বাংলাদেশ চায়নি, তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। একই চক্র আজ হাদির মতো মানুষকেও হত্যা করেছে।”
এদিকে, পৃথক কর্মসূচিতে বিএনপির নেতারা বলেন, ভোটের সম্ভাবনা নষ্ট করতে একটি সক্রিয় চক্র ষড়যন্ত্র করছে। এসব চক্রকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না।
বিএনপি নেতারা জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।