
কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনন্তপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযানে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে অনন্তপুর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযান চলাকালে মাদক চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সিজার আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।