মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে ৪ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।
অভিযান চলাকালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হনিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে আলপনা ইয়াসমিন জানান, ”টিকিটের গায়ে লেখা ভাড়া ৮২০ টাকা হলেও নন-এসি বাসের ভাড়া নির্ধারিত ৬৯০ টাকা। কিন্তু অনেক যাত্রীর কাছ থেকে ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টারে দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৪ ও ১০২ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হনিফ পরিবহনের চারটি গাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে, ভাড়ার চার্ট না টাঙানো ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হনিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিল। এছাড়াও, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র যাচাইসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।