
অটোগাড়িতে ছিনতাইয়ের চেষ্টা, ৫ নারী আটক ফরিদপুরে
মো. শাহীন হাওলাদার
ফরিদপুরের চরভদ্রাসনে চলন্ত অটোগাড়িতে এক নারী যাত্রীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় ৫ নারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক নারীদের সঙ্গে একটি শিশুও ছিল। তারা নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের গাজীরটেক ইউনিয়নের শীলডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরভদ্রাসন থেকে ফরিদপুরমুখী একটি ইজিবাইকে থাকা ৫৩ বছর বয়সী নারী যাত্রীর পাশে আরও পাঁচজন নারী উঠে। কিছুদূর যাওয়ার পর তারা ওই নারীর গলার স্বর্ণের চেইন টানার চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। চালক গাড়ি থামালে আশপাশের লোকজন এগিয়ে এসে ৫ নারীকে ধরে পুলিশে দেয়।
ভুক্তভোগী রিশাদ বেগম বলেন, “প্রথমে কানে টান লাগলেও গুরুত্ব দিইনি, পরে গলার চেইন টানলে চিৎকার করি। তখন গাড়ি থামে, মানুষ এসে তাদের ধরে ফেলে।”
চরভদ্রাসন থানার ওসি মো. রজিউল্লাহ খান জানান, “আটক নারীরা পরিচয় গোপন করছে। তাদের ঠিকানা, স্বামীর নামসহ দেওয়া তথ্যগুলো এলোমেলো। প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”