এম এ এইচ ইবনে জালাল │ বিশেষ প্রতিনিধি
অগ্রণী ব্যাংক পিএলসি মূলফৎগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সেবা উদযাপন উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী মূলফৎগঞ্জ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে আয়োজিত এ কর্মসূচি ছিল তারুণ্যের উৎসব-২০২৫-এর অংশ। এ সময় Agrani Smart App Campaign, বিনা খরচে রেমিট্যান্সের অর্থ প্রদান, প্রারম্ভিক জমা ছাড়াই হিসাব খোলা ইত্যাদি সেবার প্রচার করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বি. এম. মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অগ্রণী ব্যাংক মূলফৎগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আবুল হাসানাত। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সিনিয়র সহকারী অধ্যাপক ও আমার সকাল ২৪-এর বিশেষ প্রতিনিধি এম এ এইচ ইবনে জালাল।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. হুমায়ূন কবির, সহকারী শিক্ষক মুনীরা ফেরদৌসী, শ্রেণি শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. আব্দুর রহমান এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ বি. এম. মোস্তফা কামাল, শাখা ব্যবস্থাপক মো. আবুল হাসানাত ও সহকারী অধ্যাপক মো. হুমায়ূন কবির।