ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) বিকেল আনুমানিক ৩ টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির আই সি গোলাম মোস্তফার দিকনির্দেশনায় এ এস আই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ২ নং চৌমহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক হয় মাদক ব্যবসায়ী রুকসানা বেগম (৩২)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার কসবা গ্রামের ফয়জর আলীর মেয়ে। এ সময় মহিলা পুলিশ ও উপস্থিত ছিলেন
।
পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুকসানা বেগমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।