সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
র্যাব-১২ বগুড়া বৃহস্পতিবার বিকালে এক গোপন সূত্রে জানতে পারে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাকে করে নিষিদ্ধ মাদক দ্রব্য বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে,র্যাব১২,বগুড়া একটি টিম বগুড়া গোকুল টিএম এস এসে মেডিক্যাল কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে লালমনিরহাট থেকে আসা ট্রাকটি গোকুল এসে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৪৮৮, বোতল ফেন্সিডিল সহ এক জনকে আটক করে আটকৃত আসামির নাম। মোঃ আবু সাঈদ (৩২)পিতা মোঃ সাইদুর রহমান ),থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা, উক্ত আসামির বিরুদ্ধে আরো দুইটি মাদক মামলা রয়েছে। বলে র্যাব,১২, এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।