
তৌহিদ ইসলাম | ঢাকা
রাজধানীতে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬। মেলায় দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC) বিশেষ শাটল বাস সার্ভিস চালু করেছে।
শাটল বাসগুলো কুড়িল বিশ্বরোড থেকে সরাসরি মেলা প্রাঙ্গণ পর্যন্ত চলাচল করবে। যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০ টাকা। ডাবল ডেকার বাসে আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, শাটল বাস সার্ভিস চালুর ফলে মেলাকেন্দ্রিক যানজট কমবে এবং দর্শনার্থীরা সহজেই মেলায় পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।