হবিগঞ্জ (মাধবপুর প্রতিনিধি) | ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুরে ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ২নং চৌমহনী ইউনিয়নের তুলশীপুর বাজারে অভিযান চালায়। অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তির নাম আলহাজ হোসেন (৩৯)। তিনি ঢাকার সাভারের বাসিন্দা এবং আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।