
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তৎপরতা আরও জোরদার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাকারবারিরা একের পর এক রুট পরিবর্তন করেও শেষ পর্যন্ত বিজিবির নজর এড়াতে পারেনি।
এর আগে শাহাবাজপুর ও বিনোদপুর ইউনিয়নের সীমান্ত ব্যবহার করে মাদক চোরাচালান চালানোর চেষ্টা করলেও বিজিবির কঠোর নজরদারির কারণে সম্প্রতি চোরাকারবারিদের সহযোগীরা দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা বেছে নেয়। তবে সেখানেও ব্যর্থ হয় তাদের অপচেষ্টা।
গতকাল ৩০ ডিসেম্বর ভোর পৌনে ৫টার দিকে বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় বিলভাতিয়া সীমান্ত এলাকা থেকে মোঃ নুরুল হক (৪০) নামে এক মাদক চোরাকারবারিকে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো প্লাস’ সিরাপসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই কৌশল পরিবর্তন করুক না কেন, সকল প্রকার মাদক চোরাচালান ও মাদক চোরাকারবারীদের প্রতিরোধে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”