
সালথায় বৈদ্যুতিক শট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ঘর
ক্রাইম রিপোর্টার: মো. শাহীন হাওলাদার
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি চৌচালা টিনের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আজব মোল্লা (৫০) নামের এক কৃষকের বসতঘরে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের অধিকাংশ অংশ পুড়ে যায়।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, পোশাক ও অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।