
মোঃ বিল্লাল হোসেন ক্রাইম রিপোর্টার, যশোর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া চেয়ে যশোরের কেশবপুরে একটি মাদ্রাসায় ছাগল দান করা হয়েছে।
আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) সকালে পাঁজিয়া দারুল উলুম কওমী মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসাটিতে একটি ছাগল দান করেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
দোয়া মাহফিলের সময় উপস্থিত ছিলেন ৭ নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন, স্থানীয় নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থীরাও।
মাদ্রাসা কর্তৃপক্ষ দোয়া ও দানের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সবাই সম্মিলিতভাবে প্রার্থনা করেন।