
মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুর সদরপুর (শাহীন হাওলাদার) — সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিক আরাফাত হোসেন বিজয়কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, তিনি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ উৎপাদন ও বাজারজাত করছিলেন। অভিযানকালে কারখানায় বিভিন্ন কেমিক্যাল ও প্যাকেট পাওয়া গেছে, তবে কোনো প্রশিক্ষিত কর্মী উপস্থিত ছিলেন না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানিয়েছেন, জনস্বার্থে সদরপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।