
মো. রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনীর চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
২৭ জানুয়ারি (মঙ্গলবার) শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি টহল দল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ বোতল দেশীয় মদ ও প্রায় ২ হাজার নতুন খালি মদের বোতল উদ্ধার করা হয়। এসময় দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
রাজিব বাস্পর, পিতা: সঞ্চর বাস্পর এবং
হৃদয় বাস্পর, পিতা: মৃত লাহিড়ী বাস্পর।
তারা দু’জনই শেরপুর উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকার বাসিন্দা।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামসহ তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।