
স্টাফ রিপোর্টার: মোঃ আরিফ হোসেন
ঢাকা: জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে পুনর্গঠনের অংশ হিসেবে সরকার আরো ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি ঘোষণা করে। এতে কিছু জেলায় বদলি করা হয়েছে এবং বেশ কয়েকটি জেলায় নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ দিন আগে নিয়োগ পাওয়া দুই ডিসির পদায়ন বাতিল করা হয়েছে। গত এক সপ্তাহে মোট ৫০ জেলা নতুন ডিসি পেয়েছে।
ডিসি বদল ও নিয়োগ:
নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামে,
এস এম মেহেদী হাসান লক্ষ্মীপুরে,
সৈয়দা নুরমহল আশরাফী মুন্সিগঞ্জে,
মো. সাইফুর রহমান নেত্রকোনায়,
মো. শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব গ্রহণ করবেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক নিয়োগে মো. রায়হান কবির নারায়ণগঞ্জ, রেজাউল করিম ঢাকা, মোহাম্মদ এনামূল আহসান রংপুর, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধা, অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রাম, জাহাঙ্গীর আলম মাদারীপুর, মো. খায়রুল আলম সুমন বরিশাল, তাছলিমা আক্তার বরগুনা ও নাজমা আশরাফী রাঙামাটির দায়িত্ব পাবেন।
চার বিভাগের কমিশনার পরিবর্তন:
রাজশাহী: ড. এ এন এম বজলুর রশিদ,
বরিশাল: মোহাম্মদ মাহফুজুর রহমান,
ময়মনসিংহ: ফারাহ শাম্মী,
খুলনা: মো. মোখতার আহমেদ।
প্রসঙ্গ: সরকারি মহল বলছে, এই বিস্তৃত রদবদল আসন্ন নির্বাচনের জন্য মাঠ প্রশাসনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যেই করা হয়েছে।