নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জ জেলার ঘাগৈর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি ছোট শিশু কান্নাকাটি করায় পাশের বাড়ির রিপন মিয়ার পরিবারের সদস্যরা শিশুটিকে ও তার পরিবারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কান্নার কারণে রিপন মিয়ার স্ত্রী, ছেলে শাহাদাত, নুরু, রিফাত, মেয়ে তানিয়া এবং শাহাদাত দা নিয়ে এসে এলোপাথাড়ি মারধর করে। শুধু তাই নয়, অতীতেও তাদের বাড়ির টিনের চালে ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এমনকি, তিন মাসের একটি শিশুকে কান্নার কারণে মারধর করা হয় বলে জানা গেছে। ভুক্তভোগীরা আরও জানান, লাখি ও জেসমিন নামের দুই নারীর স্বামীরা একজন ঢাকায় এবং অন্যজন বাইরে থাকেন। এই দুর্বলতার সুযোগ নিয়ে রিপন মিয়ার পরিবার তাদের ওপর বারবার হামলা চালাচ্ছে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও বিচার দাবি করেছে।