
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে এসব পণ্য বিতরণ করা হচ্ছে। ফলে টিসিবির পণ্যের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সয়াবিন তেল, ডাল ও চালসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। মাসের নির্ধারিত দুই দিন এ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় ডিলার মেসার্স মারুফ ট্রেডিংয়ের মোঃ ফরিদ উদ্দিন।
বান্দাইখাড়া গ্রামের ফ্যামিলি কার্ডধারী ওমর ফারুক জানান, “টিসিবির পণ্য আসায় আমরা বাজারের তুলনায় কম দামে প্রয়োজনীয় জিনিস কিনতে পারছি। বিশেষ করে চাল পাওয়া খুব সুবিধা, দু’বেলা ভাত খেয়ে বাঁচা যাচ্ছে।”
পণ্য কিনতে আসা ববিতা বেগম বলেন, “বাজারে সব কিছুর দাম অনেক বেশি। সংসার চালাতে সমস্যা হচ্ছিল। টিসিবির পণ্য কম দামে পাওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।”
টিসিবি ডিলার সূত্রে জানা যায়, চলতি ধাপে প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল ও ১ কেজি চিনি বরাদ্দ রয়েছে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা।
এ বিষয়ে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, “আমার এলাকায় কৃষক ও শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। বর্তমান পরিস্থিতিতে টিসিবির পণ্য তাদের অনেক স্বস্তি দিচ্ছে। সরকার নির্ধারিত নিয়মে এসব পণ্য প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে দিতে আমরা কাজ করছি।”