মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীতে গত ৫/৮/২০২৪ ইং তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে ইসলামী ছাত্রশিবির নেতা আবু রায়হান আলী (২৭) কে গুলি করে হত্যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ এক হাজার দুই শত পঞ্চাশ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত আবু রায়হান আলীর ভাই রানা ইসলাম (২১) (মামলা নং ১৫, তারিখ ১৯/০৮/২৪)।
বোয়ালিয়া মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এস এম মাসুদ পারভেজ বলেন, মামলায় সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে ১ হাজার ২০০ জনকে। মামলায় সিটি মেয়র ছাড়াও আটজন কাউন্সিলরকেও আসামী করা হয়েছে।
নিহত আবু রায়হান আলী রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের মুসলেম আলীর ছেলে। আবু রায়হান রাজশাহী কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেছিলেন। গত ৫ আগস্ট ১ টার সময় নগরীর সাগরপাড়া কল্পনা হল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে সময় গুলিবিদ্ধ হয় আবু রায়হান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাহেব বাজারের দিকে অগ্রসর হলে মেয়র লিটন ও ডাবলু সরকারের নেতৃত্বে রুবেল, রাজীব, রনিসহ অনেক আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতার উপর গুলি করে । তাদের আক্রমণে মারুফ মর্তুজা, ইব্রাহীম আলী, মারুফ আল হাসান, মেহেদী হাসানসহ অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে আবু রায়হান আলী আহতদের চিকিৎসা জন্য উদ্ধার করতে এগিয়ে যায়। তখন আসামি জহিরুল হক রুবেল তার হাতে থাকা পিস্তল দিয়ে আবু রায়হান আলীর মাথায় গুলি করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে আবু রায়হান আলী মারা যান। পরের দিন শুক্রবার তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করা হয়।
মামলাটি দায়ের করার সময় বাদি রানা ইসলাম ছাড়াও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমসহ দলটি নেতাকর্মীরা থানায় উপস্থিত ছিলেন।